মোঃ জাহাঙ্গীর আলম ,স্টাফ রিপোর্টারঃ
শুক্রবার (৪ ডিসেম্বর) রাজধানীর আশুলিয়ার শ্রীপুর বাসষ্ট্যান্ড এর পশ্চিম পাশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। সভায় খসরু মোহাম্মদ আমির এর সভাপতিত্বে এবং সোলায়মান ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু আহমেদ নাসীম (পাভেল)।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেখ মনি যুব সংসদ এর মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব আহমেদ ফয়সাল নাইম (তুর্য) এবং শেখ কামাল যুব সংসদ এর চেয়ারম্যান নাদিয়া নূর তনু। প্রধান অতিথি আলহাজ্ব আবু আহমেদ নাসীম বলেন, শ্রদ্ধার সাথে স্বরণ করছি যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনি’কে। যার কারনে আমাদের প্রানের সংগঠন পেয়েছি সেই প্রিয় মানুষটির আত্তার মাগফিরাত কামনা করছি। তিনি আরো বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক আমরা।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার জন্য আমরা হাতে হাত রেখে কাজ করে যাবো। এর জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোশনা করা হয়। সভায় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন,শেখ মনি যুব সংসদ আশুলিয়া শাখার সহ সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক সাহাজ উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক লুৎফর রহমান , মাহফুজ আহমেদ (সুমন), সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান শাকিল সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মী সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Leave a Reply