সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়ায়
রবিবার রাতে চার ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী ।
এলাকাবাসি ও মডেল থানা সুত্রে , ছিনতাইকারীরা হলো- উপজেলার পাগলা বোয়ালিয়া গ্রামের আকতার হোসেনের ছেলে ইমন (২৫) , মুকুল হোসেনের ছেলে অনিক (২৯) , বোয়ালিয়া চান্দােরপাড়ার আনোয়ার হোসেনের ছেলে শাকিল (২৮) ও চক চৌবিলার মোক্তার হোসেনের ছেলে মুন (২৯) ।
জানা যায় , কাচা পণ্যের ব্যবসায়ী জিয়া সরদার গতকাল রোববার রাত নয়টার দিকে বোয়ালিয়া বাজারের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে চার মাথার মোড়ে এ ছিনতাইকারীরা তার পথ রোধ করে গলায় গামছা পেচিয়ে কাছে থাকা নগদ ৭০ হাজার টাকা ছিনতাই করে।এদের মধ্যে একজনকে এলাকাবাসীরা রাতেই আটক করে বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল হাসান নান্নুর হাতে তুলে দেয়।পরে চেয়ারম্যান তাকে থানা পুলিশের হাতে দেয়।
মডেল থানা পুলিশ আজ সোমবার সকালে অভিযান চালিয়ে বাকীদেরকে গ্রেফতার করে । উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান , এদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply