চট্টগ্রামের ঐতিহ্যবাহী ভেলুয়ার দীঘি তথা ডবলমুরিং থানাধীন ১২নং সরাইপাড়া ওয়াড পাহাড়তলী স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত।দীর্ঘ সময় ধরে এই দীঘিটি পাহাড়তলীর ঐতিহ্য বহন আসছে।দীঘি টি প্রায় বিশাল একটা এলাকা নিয়ে বিস্তৃত। দীঘির প্রায় সেই সূদীরঘ্য কাল থেকে এখন পযর্ন্ত তার নিজের সৌন্দর্য নিয়ে টিকে আছে। বতমানে দীঘির চতুর্পাশের একমনোরম পরিবেশে বিভিন্ন জায়গা থেকে দর্শনাথীর আনা গোনা দেখা যায়। দর্শনাথীরা বিভিন্ন জায়গা থেকে এসে এই দীঘিতে গোসল করে।আবার অনেকে সাঁতার শিখে।এই মনোমুগ্ধকর পরিবেশ থেকে প্রতিয়মান হয় যে এখনো ভেলুয়ার দীঘির রুপ সৌন্দর্য্যে কোন কমতি নাই।বিভিন্ন সহানীয় মুরব্বি বাসিন্দাদের মাধ্যমে জানা যায় যে অনেক মানুষ বিভিন্ন রোগ থেকে নিরাময়ের জন্য এই ভেলুয়ার দীঘির পানি পান করে। বিভিন্ন নিয়তে ওজু ও গোসল করে।
ভেলুয়ার দীঘিটি পরিচালনা দায়িত্ব পালন করে যাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে জেলা স্কাউট ডোনার সদস্য, পাহাড়তলী চট্টগ্রাম।
Leave a Reply