জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই বোন পাপড়ি ও অনন্যাকে দেড় যুগ পর শিকল মুক্ত করলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। মানসিক ভারসাম্যহীন হওয়ায় ছোট্ট একটি ঘরে প্রায় দেড় যুগ ধরে শিকলে বেঁধে রাখা হতো দুই বোন পাপড়ি ও অনন্যাকে।তাদের ঠিকমতো তিনবেলা খাবার দেয়া ও যত্ন না পেয়ে অসহায় দুই বোন ভুগছেন পুষ্টিহীনতায়।
পারিবারের আকুতি চিকিৎসা, নিয়মিত খাবার ও যত্ন পেলে তাঁরা সুস্থজীবন ফিরে পাবেন।
রবিবার (০৩ জানুয়ারি) বিকেলে দুই বোনকে শিকলমুক্ত করে উন্নত চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন জেলা প্রশাসক ও জামালপুর সমাজ সেবা অধিদপ্তর।পাপড়ি (২৬) ও অনন্যা (২২) মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের আদারভিটা গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে। মা-বাবা মারা যাওয়ার পর ছোট ভাই সম্রাট (২৫) দেখাশোনা করেন তাঁদের। আরেক ভাই মুশফিকুর রহমান (১৭) একাদশ শ্রেনিতে লেখাপড়া করে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জামালপুর সমাজ সেবা অধিদপ্তরে উপ-পরিচালক রাজু আহম্মেদ, মাদারগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর, মাদারগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার অলিউল্লাহ ভূইয়া সহ এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, পাপড়ি ও অনন্যার শিকল বন্দি জীবন এই সংবাদটি বিভিন্ন গনমাধ্যম ও পত্রিকায় ভাইরাল হওয়ার পর আমার নজরে আসে। আমি তাৎক্ষনিক মাদারগঞ্জ উপজেলা নিবার্হী অফিসারকে আর্থিক সহযোগিতার জন্য ওদের বাড়িতে পাঠায়। আমরা আজকে তাদের দুই বোনকে শিকলবন্দি জীবন থেকে মুক্ত করছি। তাদের উন্নত চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে পাঠিয়েছি। তাদের দুই বোনের পাশে দাড়াতে পেরে নিজের কাছে খুব আনন্দ লাগছে। আশা করি তারা দুইজনই সুস্থ্য হয়ে বাড়ি ফিরবে।
Leave a Reply