৬ ডিসেম্বর ২০২০
নওগাঁর মহাদেবপুরে ৬ ডিসেম্বর বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে স্থানীয় বাসস্ট্যান্ডে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ৪৮- নওগাঁ ৩ মহাদেবপুর- বদলগাছী আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, যুগ্ন সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রেজাউন নবী আনসারী বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সামসুজ্জামান বিশ্বাস জামান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব মোর্শেদ প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম নূরানী আলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাসান মিয়া ও ছাত্রনেতা জাহিদ হাসান উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে উপস্থিত হন।
এ সময় উপজেলার ১০টি ইউনিয়ন থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply