আবদুল আউয়ালঃ বন ও পরিবেশ উপকমিটি বাংলাদেশ আওয়ামীলীগ ঘোষিত মুজিব বর্ষে বুক্ষরোপন অভিযান। মতলব উওর পৌর সভায় গ্রীণ এনভায়রন মেন্ট মুভ মেন্ট বন ও পরিবেশ উপ কমিটি ঘোষিত মুজিব বর্ষে বৃক্ষ রোপন অভিযান অনুষ্ঠিত হয়েছে রোজ সোমবার। ৬জুলাই বিকাল ৫ঘটিকায় মতলব উওর পৌর সভা থানার প্রঙ্গানে মতলব উওর উপজেলা আওয়মীলীগের সভা পতি হাছান কায়ুমের সভাপতিত্বে উপস্হীত ছিলেন মতলব উওর থানার অফিসার ইর্নচাজ মো নাছির উদ্দীন মৃধা। মতলব উওর আওয়মীলীগের ভারপাপ্ত মো রতন ফরাজি। উপজেলা কাউন্সিলর মো খোকন ড়ালি। এ সময় আরো উপস্হীত ছিলেন পরিবেশ বিষয়ক সম্পাদক মো বাদশা।সাধারন সম্পাদক মো সাইফুল,উপজেলা গ্রীণ এনভায়রনমেন্ট সেক্রেটারি মোওয়াজ করনী,সেক্রটারি মো নাইমুল।এনভায়রমেন্টের সভাপতি মো তিমরুল হাসান রাববী।সাধারন সম্পাদক মো নুতজ জামাল খান। মহানগর উওর সহ সম্পদক হাসান সহ সংগঠনের নেতৃ বৃন্দরা উপস্হীত ছিলেন।বন ও পরিবেশ উপকমিটি বাংলাদেশ আওয়মীলীগের ঘোষিত বৃক্ষরোপন অবিযান উপলক্ষে ফলজ বনজ ওষথি গাছ সহ বিভিন্ন প্রজাতের গাছ বিতরন ওরোপন করা হয়েছে মতলব উওর পৌর উপজেলা ছাএলীগের নেতা কর্মীদের মাঝে প্রায় ৫ শতাধিক গাছ বিতরন করা হয়।
Leave a Reply