যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিজ্ঞ কূটনীতিক অ্যান্টনি ব্লিংকেনকে বেছে নিতে যাচ্ছেন। বাইডেন টিমের ঘনিষ্ঠ এক ব্যক্তি গতকাল রোববার এই তথ্য জানান। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়। বাইডেন টিমের ঘনিষ্ঠ ওই ব্যক্তি আরও জানান, ডেমোক্রেটিক পার্টির নবনির্বাচিত প্রেসিডেন্ট তাঁর মনোনীত পররাষ্ট্রমন্ত্রীর নাম আগামীকাল মঙ্গলবার ঘোষণা করতে পারেন।
বারাক ওবামার আমলে মার্কিন পররাষ্ট্র দপ্তরে দ্বিতীয় শীর্ষ কর্তাব্যক্তি হিসেবে কাজ করেছেন অ্যান্টনি ব্লিংকেন। তিনি ডেপুটি সেক্রেটারি অব স্টেট ছিলেন। এ ছাড়া একই প্রশাসনে তিনি উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও ছিলেন। সেই প্রশাসনে বাইডেন ছিলেন ভাইস প্রেসিডেন্ট।
বাইডেনের ঘনিষ্ঠ চক্রের কয়েকজনের নামও উঠে এসেছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সুজান রাইস। তিনি বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হতে পারতেন বলেও গুঞ্জন শোনা গিয়েছিল। সুজান রাইস প্রেসিডেন্ট ওবামার সময় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত ছিলেন। পরে হয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও। পররাষ্ট্র, কূটনীতি ও জাতীয় নিরাপত্তা নিয়ে অভিজ্ঞ এই কৃষ্ণাঙ্গ নারীও হয়ে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়া সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন নামও তালিকায় রয়েছে। বাইডেনের নির্বাচনী শিবিরের অন্যতম জ্যেষ্ঠ কর্মকর্তা তিনি।
করোনাভাইরাস (কোভিড-১৯) ও অর্থনৈতিক মন্দা সামলাতে হবে- এমন চিন্তা থেকে পূর্ব অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিতে পারেন বাইডেন।
Leave a Reply