লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন নির্বাচনের তফসিল এখনও ঘোষিত হয়নি। প্রার্থীরা ইউপি নির্বাচনের জন্য ঘরে ঘরে প্রচার চালাচ্ছেন। সারপুকুর ইউপি নির্বাচনে চেয়ারম্যানের সম্ভাব্য প্রার্থী হিসাবে তরুণ প্রজন্মের নতুন মুখ মজিদুল ইসলামকে চান স্থানীয়রা।
তরুণ সমাজকর্মী করোনা কালীন সময়ে অসহায় মানুষের সহায়তার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মজিদুল ইসলামের পোস্টার, ফেস্টুন এবং ব্যানার পোস্ট করছেন। পাড়া ও চা টেবিল সহ বিভিন্ন আড্ডায় মজিদুল ইসলামের নাম আলোচনা হচ্ছে।
স্থানীয়রা জানান, তারা এবার সারপুকুর ইউপি নির্বাচনের চেয়ারম্যান হিসাবে মজিদুল ইসলামকে দেখতে চান। বর্তমান সারপুকুরের স্বপ্ন পূরণে মজিদুল ইসলামের বিকল্প না থাকায় মহল্লার অলি গল্লিতে আলোচনা চলছে। তিনি ইতোমধ্যে প্রচারের শীর্ষে।
স্থানীয়রা মনে করেন, মজিদুল ইসলাম সরপুকুর চেয়ারম্যান নির্বাচিত হলে এ অঞ্চলের সার্বিক উন্নয়ন হবে। এলাকার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, মজিদুল ইসলাম চেয়ারম্যান হলে সারপুকুর ইউনিয়নের আসল উন্নয়ন সম্ভব হবে। মজিদুল তরুণ প্রজন্মের গর্ব এবং রোল মডেলটি স্থানীয়দের ধারণা।
ফোনে এ বিষয়ে জানতে চাইলে মজিদুল ইসলাম বলেন যে সারপুকুর ইউনিয়ন যে গতিতে অগ্রসর হচ্ছিল সেটির উন্নতি হচ্ছে না। ইউনিয়ন বাসিন্দারা এখনও অনেক বেসিক নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমি মনে করি আমাদের আরও বৃহত্তর দায়িত্ব নিয়ে কাজ করা দরকার। মজিদুল ইসলাম মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ইউনিয়ন একটি শহর হবে এবং সারপুকুর ইউনিয়ন একইভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
মজিদুল ইসলাম আরও বলেছেন, “আমার স্বপ্ন সমাজের অবহেলিত মানুষ এবং এলাকার মানুষের জন্য কাজ করা। এখনও অবধি আমি নিজের উদ্যোগে সামাজিক কার্যক্রম করে চলেছি। চাকরির পরিধি বাড়ানোর জন্য চেয়ারম্যান পদটি নির্বাচন করব। আমি দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ভোটারদের বাড়িতে যাচ্ছি। নির্বাচিত হলে কী করবেন? এমন প্রশ্নের জবাবে মজিদুল ইসলাম বলেন, “নির্বাচিত হলে আমি স্থানীয়দের সাথে সন্ত্রাস, দুর্নীতি, জুয়া এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে তুলব এবং সৃষ্টিকর্তা ইচ্ছুক, আবাসিক উন্নত শহর হিসাবে সারপুকুর ইউনিয়ন গড়ে তুলব।”
Leave a Reply