সিরাজগঞ্জ শাহজাদপুর তালগাছী হাটের হকাররা শৈত্যপ্রবাহে মনের আনন্দে শীতের পোশাক বিক্রয় করছে। শাহজাদপুরেও তীব্র শীত কর্মজীবী, শ্রমজীবীসহ গ্রাম গঞ্জের মানুষ হাড়কাঁপানো শীতে কাবু হয়ে পড়ছে। শীত থেকে বাঁচতে মানুষজন ফুটপাতের দিকে ছুটছে গরম কাপড়ের খোঁজে। ঠান্ডা বেড়ে যাওয়ায় শাহজাদপুর তালগাছী হাটে ফুটপাতে শীতের পোষাকের কদর বেড়েছে।শুধু ফুটপাতই নয়, শাহজাদপুর মার্কেট, শপিং সেন্টারগুলোতেও জমে ওঠেছে শীতের পোষাক বেচা বিক্রি। হকাররা বলছে এবার তীব্র শীত প্রথমে পরেছে এবার ব্যবসায় আমরা লাভবান হবো।সেই আনন্দে হকাররা অনেক টাকার শীতের পোসাক কিনে রেখেছে।তারা বলছে এ বছরে আমাদের অনেক টাকা লাভ হবে এবং আমরা সুখের মুখ দেখবো।হঠাৎ তীব্র শীত চলে যাওয়াতে হকাররা দিশেহারা হয়ে পরেছে।তারা বলছে গত বছর থেকে এবার অনেক টাকা আমাদের লস হবে।তারা বলছে তীব্র শীত চলে যাওয়াতে বাবা মা স্ত্রী সন্তানকে নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হবে।
Leave a Reply