গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার জেলার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের পাঠানপাড়া, বুরুঙ্গী, চন্দনপাঠ, কচুয়া ও গাছাবাড়ী গ্রামের কৃষকদের জমিতে জলাবদ্ধতা দূরীকরণের প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে । ছোট ও বড় বুরুঙ্গী বিল কমিটির আয়োজনে রবিবার উপজেলার বুরুঙ্গী রেললাইনের ধারে প্রায় ১ কি.মি. জায়গা জুড়ে নারীপুরুষ মিলে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবর রহমান । তিনি তার বক্তব্যে “কৃষক বাঁচলে দেশ বাঁচবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উক্ত বিলটি খননের দাবী জানান। উক্ত বিলটি খনন করা হলে প্রায় ২ হাজার কৃষকের জমির রবি শস্য ফলন করা সম্ভব হবে। এ সময় আরো বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, ইউপি সদস্য তাজুল ইসলাম, আইয়ুব হোসেন, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, হাফিজার রহমান, শাজাহান আলী, জাহাঙ্গীর আলম আজাদ প্রমুখ।
সাহাবুল ইসলাম
গাইবান্ধা।
Leave a Reply