স্মৃতি রানি, স্টাফ রিপোর্টার, সাভার ঢাকা।
সাভারে ছিনতাই করে পালানোর সময় ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
সাভারের শিমুলতলা এলাকা থেকে সোমবার রাতে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ধারালো ছুরি ও ছিনতাইকৃত নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো – সাভার পৌরসভার বাড্ডা এলাকার শফি আহমেদের ছেলে রবিউল ইসলাম রুবেল (২৬) ও ধামরাই উপজেলার আরিফ হোসেনের ছেলে শাকিল হোসেন (২০)। এছাড়া সাব্বির নামের অপর এক ছিনতাইকারী পালিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহীটি রাত সাড়ে ১০টার দিকে সাভারের শিমুলতলা এলাকায় পৌছালে গাড়ীর চালক ও হেলপার চা খাওয়ার জন্য গাড়ি থেকে রাস্তার পাশে নামেন। এসময় হেলপার ও চালককে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা ৪২ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাই চক্রের ৩ সদস্য। এসময় সংবাদ কর্মী সোহেল রানা ছিনতাইয়ের বিষয়টি বুঝতে পেরে টাকা নিয়ে পালানোর সময় ছিনতাইকারীদের ধাওয়া করেন এবং স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করতে সক্ষম হন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুই ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়।
এঘটনায় পুলিশ দুই ছিনতাইকারীর দেহ তল্লাশী করে একটি চাকু ও ২৪ হাজার টাকা উদ্ধার করতে পারলেও বাকী টাকা নিয়ে গেছে অপর ছিনতাইকারী সাব্বির।
ভুক্তভোগী গাড়ির চালক রফিক জানান, গাইবান্ধা থেকে পাথর নিয়ে এসে মানিকগঞ্জে আনলোড করে মুন্সিগঞ্জের মুক্তারপুর যাওয়ার পথে সাভারে এসে ছিনতাইয়ের কবলে পড়েন।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের শিকার গাড়ির চালকের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে দুই ছিনতাইকারীকে আদালতে পাঠানো হয়েছে। চক্রটির অপর পলাতক সদস্যকে গ্রেপ্তার এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
Leave a Reply