মোঃআমিরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জে শাহজাদপুরে সরিষার বাম্পার ফলন দেখে কৃষকের মনে আনন্দের জোয়ার এসেছে।
শীতের শেষ আর বসন্তের আগে গ্রামবাংলা সেজেছে অপরূপ সাজে। গ্রামজুড়ে এখন হলুদ রঙের ছড়াছড়ি।
মাঠের সরিষা ক্ষেতে হলুদের হাতছানি। কৃষকেরা সকাল বিকেল সরিষার ক্ষেত দেখেন এবং নিজ কর্মে খুবই ব্যস্ত কৃষকেরা।
মৌমাছি মধু আহরণের জন্য ঘুরে বেড়ায় চারিদিকে। হলুদ সরিষা ক্ষেতে মৌমাছির আনাগোনা এবং মধু আহরণের দৃশ্য বড়ই চমৎকার। মনে পড়ে যায় সেই কবিতার কথা মৌমাছি মৌমাছি/কোথা যাও নাচি নাচি/দাঁড়াও না একবার ভাই,/ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে,/দাঁড়াবার সময় তো নাই.. বসন্ত শেষ তাই মৌমাছির ব্যস্ততা বাড়ে। বসন্তের আগে আরও। সরিষা ফুল থেকে মধু আহরণের সময় শেষের দিকে। তাই ব্যস্ততাও বাড়িয়ে দেয় ওরা। এখন শৈত্য প্রবাহ গ্রামগঞ্জে প্রচন্ড শীত তাই কৃষকের ছেলে মেয়ে মেয়ের জামাইকে মেয়ের শশুর শাশুরীকে নিয়ে খেজুরের গুড়ের পিঠা খাওয়ানোর জন্য কৃষক ব্যস্ত হয়ে পরে। মোঃআমিরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
Leave a Reply